বাংলা নিউজ > ভাগ্যলিপি > Zodiacs With Good Fortune and Shukra Gochar:কর্কট সহ বহু রাশিতে বিপুল অর্থ, সমৃদ্ধি লাভের যোগ! শুক্রের গোচরে লাকি কারা?

Zodiacs With Good Fortune and Shukra Gochar:কর্কট সহ বহু রাশিতে বিপুল অর্থ, সমৃদ্ধি লাভের যোগ! শুক্রের গোচরে লাকি কারা?

অক্টোবর মাসে রয়েছে শুক্রের গোচর। ২ অক্টোবর রাত্রি ১ টা ০২ মিনিটে এই গোচর হবে। সুখ, সম্পদ, বৈভবের কারক শুক্র সেদিন সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপর নভেম্বরে সিংহ রাশি থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে শুক্রের। তারফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে, তা দেখা যাক।