বাংলা নিউজ > ভাগ্যলিপি > Venus Transit : শুক্রের বৃশ্চিকে প্রবেশ , ভাগ্য খুলবে কোন কোন রাশির জেনে নিন

Venus Transit : শুক্রের বৃশ্চিকে প্রবেশ , ভাগ্য খুলবে কোন কোন রাশির জেনে নিন

১১ নভেম্বর ২০২২ শুক্রবার রাত ১০.২০ তে  শিল্প সৌন্দর্য গ্ল্যামার প্রেম আকর্ষণ সৌভাগ্য সুখের কারক গ্রহ শুক্র মঙ্গলের রাশি বৃশ্চিক থেকে তার রাশি তুলা রাশিতে প্রবেশ করেছে।    

Venus Transit : কবে রাশি পরিবর্তন করেছে শুক্র ? কোন রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট ভাগ্যোদয় ঘটাবে ? জেনে নিন এখান থেকে।

মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথিতে ১১ নভেম্বর ২০২২ শুক্রবার রাত ১০.২০ তে  শিল্প সৌন্দর্য গ্ল্যামার প্রেম আকর্ষণ সৌভাগ্য সুখের কারক গ্রহ শুক্র মঙ্গলের রাশি বৃশ্চিক থেকে তার রাশি তুলা রাশিতে প্রবেশ করেছে। সেখানে এটি সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অবস্থান করবে। বৃশ্চিক রাশিতে শুক্রের ক্ষণস্থায়ী পরিবর্তন ভারতীয় জনসাধারণ এবং ভারতীয় সমাজ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলবে। 

অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক অংশীদারিত্বের সম্পর্কের ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে জাতির সম্মান ও কর্মক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রবৃদ্ধির সম্ভাবনা থাকবে এই সময় ।ব্যবসা বাড়ি ও যানবাহনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে কোনো নতুন নিয়ম বা আইনশৃঙ্খলা তৈরী করা হতে পারে। 

এছাড়াও, এই সময়ের মধ্যে দেশে চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে। তবে সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে। মহিলাদের ক্ষেত্রে ভারত ইতিবাচক উন্নতি করবে। ফলে খেলাধুলা, শিল্প, রাজনীতি, আধ্যাত্মিক, ব্যবসায়িক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আধিপত্যের ইতিবাচকতার সম্ভাবনা বেশি। নারীর নিরাপত্তার বিষয়ে সরকার বা আদালতের পক্ষ থেকে নতুন আইন তৈরী হতে পারে।

জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে যদি জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ শুভ হয় তবে ব্যক্তি বৈষয়িক সুখ পান। তাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যায়। বৃশ্চিক রাশিতে শুক্র প্রবেশের ফলে এই রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে চলেছেন। 

মকর রাশি: ১১ নভেম্বর থেকে এই সময়টি মকর রাশির জাতকদের জন্য খুব ভালো যাবে। তাদের সামাজিক প্রতিপত্তি বাড়বে। অর্থ লাভ হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি: শুক্র গ্রহের প্রভাবে তারা যে কাজই করুন না কেন সাফল্য পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আয়ের নতুন উৎস খুলবে।

সিংহ রাশি: তাদের শক্তিশালী আর্থিক লাভ হতে পারে। সুযোগ-সুবিধা বাড়বে। এই সময়ে, কোনও নতুন কাজে লাভ হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা: বৃশ্চিক রাশিতে শুক্রের গমনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা সুখবর পেতে পারেন। তারা কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ পেতে পারে। এতে তাদের আর্থিক অবস্থা মজবুত হবে। মনটা খুশি হবে। বিনিয়োগের জন্য সময় ভালো।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের স্থানান্তর অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। অফিসে বস খুশি হবেন। আয় বাড়বে। ক্যারিয়ার খুব ভালো হতে চলেছে।

(উপরোক্ত তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত)

 

 

 

বন্ধ করুন