বৈদিক জ্যোতিষে শুক্রকে বিবাহ, ধন, বাহন ও সুখের কারক গ্রহ মনে করা হয়। শুক্র তুলা ও বৃশ্চিক রাশির অধিপতি। ৬ সেপ্টেম্বর স্বরাশি তুলায় গোচর করবে শুক্র। ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। শুক্রের রাশি পরিবর্তনের ফলে ৪টি রাশির জীবনে ভালো দিন আসবে—
মেষ- শুক্রের গোচর এই রাশির জন্য শুভ। এ সময় কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। বরিষ্ঠ আধিকারিকরা আপনার প্রশংসা করবে। আর্থিক দিক দিয়েও এই গোচর ভালো। এ সময় আর্থিক লাভ হতে পারে।
বৃষ- শুক্রের গোচরের ফলে চাকরিজীবীদের আয় বৃদ্ধি হতে পারে। কেরিয়ারের দিক দিয়ে সময় শুভ। এ সময় আকস্মিক লাভ হবে। কেরিয়ারে নতুন সুযোগ লাভ করবেন। বাদ-বিবাদ এড়িয়ে যান।
কন্যা- শুক্রের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের সুসময় আসবে। ধন সঞ্চয়ে সফল হবেন। লগ্নি থেকে লাভ পেতে পারেন। এ সময় আটকে থাকা কাজ পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসিত হবে।
তুলা- এ সময় আর্থিক লাভের একাধিক সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। লগ্নির ফলে লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক দিয়ে এই গোচর শুভ।