Venus Transit into Dhanu Rashi: আজ (সোমবার, ৫ ডিসেম্বর) শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের গোচরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হয়। আজ শুক্রের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। যে প্রভাব চলতি মাসের শেষ পর্যন্ত থাকবে। কারণ মাসের শেষ লগ্নে আরও একবার রাশি পরিবর্তন করবেন শুক্র। আজ থেকে কোন কোন রাশির জাতকদের ভালো সময় শুরু হচ্ছে, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবেন শুক্র। যে গ্রহকে অর্থ, সুখ-সমৃদ্ধির দিক থেকে অত্যন্ত প্রভাবশালী বলে বিবেচনা করা হয়। সেই পরিস্থিতিতে শুক্রের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।
2/5মেষ রাশি- শুক্রের গোচরের ফলে মেষ রাশির জাতকদের উপর অনুকূল প্রভাব পড়বে। যে স্থানে শুক্রের গোচর হবে, তার ফলে ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের। বিশেষত কর্মক্ষেত্রে মেষ রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পাবেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সাফল্য লাভ করতে পারেন। ব্যবসার জন্য এটা ভালো সময়।
3/5মিথুন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির উপর বিশেষ ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক থেকে সময় ভালো কাটবে। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে তা থেকে মুনাফা লাভ করবেন মিথুন রাশির জাতকরা। শারীরিক অবস্থার উন্নতি হবে।
4/5ধনু রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনু রাশিতেই প্রবেশ করবেন শুক্র গ্রহ। সেই পরিস্থিতিতে ওই রাশির জাতকদের শুভ সময় শুরু হবে। শুক্রের আশীর্বাদে এই সময় ব্যবসায় মুনাফা বাড়বে। দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। এই সময় ভবিষ্যতের জন্য একাধিক পরিকল্পনা করবেন ধনু রাশির জাতকরা, যা পরবর্তীতে সাফল্য নিয়ে আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
5/5মীন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের ব্যবসা এবং চাকরির নিরিখে ভালো ফল মিলবে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন মীন রাশি জাতকরা। নয়া চাকরির প্রস্তাব না মিললেও আপনি যেখানে কাজ করছেন, সেখানেই উন্নতির সুযোগ আসবে। সেই উন্নতির উপর ভর করে এপ্রিলে পদোন্নতির পথ প্রশস্ত হবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। ব্যবসার বহর বাড়বে।