Venus Transit into Pisces 2023: ১৫ দিন পরেই শুক্রের রাশি পরিবর্তন হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুত্রকে অর্থ ও বৈভবের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মীন রাশিতে শুক্রের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। কোন কোন রাশির জাতকদের শুভ সময় শুরু হবে, তা দেখে নিন -
1/5আগামী ২২ জানুয়ারি শুক্রের রাশি পরিবর্তন (Venus Transit 2023) হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওইদিন মীন রাশিতে প্রবেশ করবেন শুক্র। অর্থ, বৈভবের মতো বিষয়ের কারক গ্রহের গোচরের ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
2/5মেষ রাশি- শুক্রের গোচরের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। মেষ রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। বিশেষত যাঁরা ব্যবসা করেন, তাঁদের আয় অনেকটা বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁদের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে। তাঁরা আপাতত যে ভালো কাজ করবেন, সেটার প্রভাব ইনক্রিমেন্টের সময় পড়বে। জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি।
3/5মিথুন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। চাকরিতে উন্নতি হতে চলেছে। আপনি যেভাবে কাজ করবেন, তাতে লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থাৎ মুনাফা বাড়বে। মান-সম্মান বাড়বে।
4/5ধনু রাশি- শুক্রের গোচরের ফলে ধনু রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। ধনু রাশির যে স্থানে শুক্রের গোচর, তা ওই জাতকদের জন্য শুভ বলে বিবেচিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষায় সাফল্য মিলবে। শুক্রের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের ভাগ্যেদয় হতে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
5/5মীন রাশি- মীন রাশিতে যেহেতু শুক্র প্রবেশ করবেন, তাই তাঁদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির প্রশস্ত হবে মীন রাশির জাতকদের। পারিবারিক জীবনে শান্তি ফিরবে। সমাজে মান-সম্মান বাড়বে।