আগামী ২ নভেম্বর (মঙ্গলবার) ধনতেরাস। তার আগে শনিবার (৩০ অক্টোবর) ধনু রাশিতে প্রবেশ করেছেন শুক্রদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রকে সুখ, ভোগ-বিলাস, প্রতিভা, সৌন্দর্য, ভালোবাসার গ্রহ বলা হয়ে থাকে।
শুক্র গ্রহ শুভ হলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। হাতে আসে টাকা। একনজরে দেখে নিন ধনতেরাসের আগে কোন কোন রাশির জাতকের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে -
মেষ রাশি
১) মেষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন।
২) কাজে সাফল্য লাভ করবেন।
৩) নয়া গাড়ি বা বাড়ি কিনতে পারেন।
৪) হাতে টাকা আসবে।
৫) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
৬) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
মিথুন রাশি
১) শুভ ফল পাবেন মিথুন রাশির জাতকরা।
২) পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে।
৩) অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে।
৪) মান-সম্মান বাড়বে।
৫) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন।
সিংহ রাশি
১) সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা দুর্দান্ত হতে চলেছে।
২) অর্থ লাভ হবে। তার ফলে স্বভাবতই আর্থিক অবস্থা ভালো হবে।
৩) দাম্পত্য জীবনে সুখী হবেন।
৪) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
৫) শিক্ষাক্ষেত্রের সঙ্গে ব্যক্তিদের জন্য এই সময়টা দারুণ কাটবে।
কন্যা রাশি
১) কন্যা রাশির জাতকরা শুভ ফল পাবেন।
২) আর্থিক অবস্থা ভালো হবে।
৩) নয়া কাজ শুরুর জন্য দারুণ সময়।
৪) চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে।
৫) পড়ুয়াদের জন্য এই সময়টা দুর্দান্ত হতে চলেছে।
৬) বিবাহিত জীবন সুখী হবে।
বৃশ্চিক রাশি
১) বৃশ্চিক রাশি জাতকদের জন্য এই সময়টা দারুণ হবে।
২) জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
৩) ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে ব্যক্তিদের সময় শুভ হবে।