জ্যোতিষশাস্ত্র বলছে, শুক্রগ্রহ যাঁকে ধনবান বানায়, তাঁকে আর ফিরে তাকাতে হয় না। শুক্র গ্রহ, একমাস ধরে একটিই রাশিতে থেকে যায়। আর শুক্রদেবের কৃপা একজন জাতক জাতিকা এক মাস ধরে পান। আর ৬ দিন পরই শুক্রের অবস্থান বদল হচ্ছে। আর তাতে তৈরি হবে শুভ মালব্য যোগ। মালব্য রাজযোগে কেরিয়ার থেকে ভাগ্য সব দিকের মোড় ঘুরতে চলেছে। কোন কোন রাশি লাকি, দেখে নিন।
ধনু
মালব্য রাজযোগে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। এই সময় আপনার সুখ সুবিধায় বৃদ্ধি হতে পারে। বিলাসী দ্রব্য কেনার যোগ তৈরি হতে পারে। আপনি তা কিনতে খরচও ভালো মতই করতে পারেন। আপনার আয় এই সময় হু হু করে বেড়ে যাবে। আপনার রোজগারে হু হু করে বৃদ্ধি আসবে। কোর্ট কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। এই সময় মা বাবার মাধ্যমে আপনি বিপুল টাকা রোজগার করতে পারবেন। মা বাবার সহযোগিতা প্রাপ্ত হতে পারে।
কুম্ভ
আপনার রাশিতে ধন আর বাণীর জায়গায় এই মালব্য যোগ। এই সময় আপনি হঠাৎ হঠাৎ করে হাতে টাকা পেতে পারেন। বিলাসী জিনিসপত্র এই সময় কিনতে পারেন। ধন সম্পত্তিরও উত্তোরোত্তর বৃদ্ধি হবে এই সময়। কেরিয়ারে প্রমোশনের যোগ থাকবে। উচ্চ আধিকারিকদের সমর্থন পাবেন। নতুন দায়িত্ব আসবে কাঁধে। কেরিয়ারে নতুন নতুন উচ্চতা ছুঁতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ছাত্ররা নিজেদের পড়াশোনায় মন দিতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে বালো হবে। আপনার কথা প্রভাবশালী হবে। অনেকেই আপনার কথায় মজে যাবেন। অনেকেই আপনার কথায় আরও ইমপ্রেসড হবেন।
মিথুন
আপনার কাজের দিক থেকে উন্নতি হবে। মান সম্মান প্রচুর পাবেন। কর্মক্ষেত্রে মান সম্মান ধনপ্রাপ্তি হবে। ব্যবসায়ীরা বিশেষ লাভ পাবেন। ফালতু খরচা থেকে মুক্তি পাবেন। কাজের জায়গায় নানান সম্ভাবনা বাড়বে। নতুন চাকরি বা বিদেশ থেকে কোনও প্রজেক্ট হাতে পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ইচ্ছা পূরণ হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )