Virgo Horoscope Today: আজ (শুক্রবার, ১ জুলাই) কেমন কাটবে কন্যা রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।
কন্যা রাশি- মন প্রসন্ন থাকবে। তবুও কথাবার্তায় ধৈর্য ধরুন। চাকরিতে উন্নতি হবে। আয় বাড়বে। বন্ধুদের সঙ্গে দেখা হবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। মন প্রসন্ন থাকবে। পোশাকের প্রতি খরচ বাড়বে। মায়ের থেকে অর্থ পেতে পারেন। উন্নতির পথ সুগম হবে। স্বাস্থ্যের যত্ন নিন। কোথাও ঘুরতে যেতে পারেন।
রথযাত্রার পুণ্য তিথি
আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথদেব, তাঁর বোন শুভদ্রা, ভাই বলভদ্র রথে চড়ে তাঁদের মাসির বাড়ি যান। এই বিশেষ তিথিতে পুরীতে রথযাত্রা পালিত হয়। তিনটি আলাদা রথে চড়ে তাঁরা পুরীর গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন। এই বিশেষ তিথি পুণ্য লাভের জন্য প্রসিদ্ধ।
শুক্রবার (১ জুলাই) জগন্নাথদেবের গুন্ডিচা মন্দিরে প্রবেশের তিথি রয়েছে। দ্বিতীয়ার তিথিতে এই যাত্রার শুভারম্ভ হয়। দ্বিতীয়ার তিথি পড়ছে ৩০ জুন সকাল ১০.৪৯ মিনিটে। দ্বিতীয়ার তিথি শেষ হচ্ছে ১.০৯ মিনিটে ১ জুলাই।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)