বাংলা নিউজ > ভাগ্যলিপি > rudraksha benefits: জন্ম মাস এবং জন্মবার অনুসারে রুদ্রাক্ষ ধারণ করুন , মিলবে ফলফল, জানুন জ্যোতিষমত

rudraksha benefits: জন্ম মাস এবং জন্মবার অনুসারে রুদ্রাক্ষ ধারণ করুন , মিলবে ফলফল, জানুন জ্যোতিষমত

জন্ম মাস এবং জন্মবার অনুসারে রুদ্রাক্ষ ধারণ, মিলবে ফল

rudraksha benefits: অনেকেরই জন্মপত্রিকা থাকে না বা তারা রাশি লগ্ন ইত্যাদি জানেন না।এই সকল ক্ষেত্রে জন্ম মাস হিসেবে কোন মাসে জন্ম হলে কত মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত তা আলোচনা করেছেন বিশেষজ্ঞ মনোজিৎ দে সরকার।

বৈশাখ মাসে :- তিন মুখী , দশ মুখী

জৈষ্ঠ মাসে :- একমুখী ,দ্বিমুখী ,সাতমুখী

আষাঢ় মাসে :- সাতমুখী

শ্রাবণ মাসে :- তিন মুখী বা চার মুখী

ভাদ্র মাসে :- দশমুখী

আশ্বিন মাসে:- নয় মুখী বা তেরোমুখি

কার্তিক মাসে:- নয় মুখী

অগ্রহায়ণ মাসে:- দশমুখী

পৌষ মাসে :- আটমুখী , চারমুখী

মাঘ মাসে :- সাত মুখী বা আটমুখী

চৈত্র মাসে :- একমুখী

 

রবিবার:- বারো মুখী রুদ্রাক্ষ ধারনে শ্রীবৃদ্ধি হয়।

সোমবার:- একমুখী এবং চোদ্দো মুখি রুদ্রাক্ষ ধারণে পাপ নাশ হয়।

মঙ্গলবার:- সাতমুখী রুদ্রাক্ষ ধারণের সুখ লাভ হয়।

বুধবার :- ছয় মুখী রুদ্রাক্ষ ধারণের জ্ঞান বৃদ্ধি হয়।

বৃহস্পতিবার:- তিন মুখী রুদ্রাক্ষ ধারণের গুপ্ত শত্রু থেকে নিষ্কৃতি সম্ভব।

শুক্রবার :- আটমুখী এবং পাঁচমুখী মুখী রুদ্রাক্ষ ধারণে গুপ্ত কার্যসিদ্ধি হয়।

শনিবার :- নয় মুখী রুদ্রাক্ষ ধারণে সন্তান লাভ হয়।

 

বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার

যোগাযোগ: 8777679776

 

বন্ধ করুন