মেষ রাশি- নয়া সপ্তাহে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। সবসময় মনের মতো ফল পাবেন না। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। কোনওরকম ঝুঁকি নেবেন না। তবে প্রেমের নিরিখে জুলাইয়ে আপনার ভাগ্য ভালো থাকবে। ব্যবসাও ভালো চলবে। চাকরিতে উন্নতি হবে মেষ রাশির জাতকদের।
বৃষ রাশি- চাকরির নিরিখে নয়া সপ্তাহে বৃষ রাশির জাতকরা ব্যাপক সাফল্য অর্জন করবেন। চাকরিতে সিনিয়রদের প্রশংসা মিলবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে। বজরংবলীর কৃপায় ভালো কাটবে নয়া সপ্তাহ।
আরও পড়ুন: Financial things to do in July: ডেডলাইন ফস্কালেই বিপদ! জুলাইয়ে IT রিটার্ন-সহ এই কয়েকটি কাজ করতেই হবে
মিথুন রাশি- নয়া সপ্তাহে শত্রুরাও মিথুন রাশির জাতকদের সমঝে চলবেন। কর্মক্ষেত্রে আপনার ব্যাপক প্রভাব থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কেরিয়ারের দিক থেকে ভালো ফল মিলবে। প্রেমের সম্পর্কে মাধুর্য আসবে। সাংসারিক জীবন সুখকর হয়ে উঠবে।
কর্কট রাশি- নয়া সপ্তাহে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। পড়ুয়াদের জন্য এটা ভালো সময়। পড়াশোনায় মন দিলে সাফল্য মিলবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। নয়া সপ্তাহে কর্কট রাশির জাতকদের উপর বজরংবলীর আশীর্বাদ থাকবে। অর্থপ্রাপ্তি হবে। সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে।
সিংহ রাশি- যে সিংহ রাশির জাতকরা ব্যবসা এবং চাকরি করেন, তাঁদের সময় ভালো কাটবে। গবেষণা সংক্রান্ত কাজ থেকে আয় বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতকদের। তবে আর্থিক অবস্থাখুবএকটা ভালো হবে না। কারণ খরচ বৃদ্ধি পাবে। কথাবার্তায় মাধুর্য বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারকে পাশে পাবেন।
কন্যা রাশি- নয়া সপ্তাহে কন্যা রাশির জাতকদের মন অশান্ত থাকতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। কোনও বন্ধুর থেকে ব্যবসার প্রস্তাব পেতে পারেন। তবে কেরিয়ারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
তুলা রাশি- নয়া সপ্তাহে চাকরিতে ব্যস্ততা বাড়বে। একাধিক দায়িত্ব লাভ করবেন। সেই দায়িত্ব পূরণ করতে পারলে কেরিয়ারে বড় পদক্ষেপ ফেলতে পারবেন তুলা রাশির জাতকরা। ব্যবসায় বড় কোনও চুক্তি হতে পারে। সার্বিকভাবে মন প্রসন্ন থাকবে তুলা রাশির জাতকদের। তবে সংযত থাকতে হবে। বেশি রেগে যাবেন না। খরচ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি- নয়া সপ্তাহে নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। নয়া চাকরিতে যোগ দেওয়া নিয়ে নয়া সপ্তাহেই ভাবনাচিন্তা করতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রম পাবেন। ব্যবসায় মুনাফা বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মা ও বাবার শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে।
ধনু রাশি- নয়া সপ্তাহে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন ধনু রাশির জাতরকরা। তবে মনে দুশ্চিন্তা থাকবে। সংযত থাকতে হবে। পরিবারের সহযোগিতা মিলবে। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের নয়া দিগন্ত খুলে যাবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে। ব্যবসার বহর বৃদ্ধির সেরা সময় এটা।
মকর রাশি- নয়া সপ্তাহে মকর রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। কারণ নয়া সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকরির ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে মকর রাশির জাতকদের। তবে সেই পরিস্থিতিতে ভাইবোনের সহযোগিতা লাভ করবেন। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের ভাবনাচিন্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
কুম্ভ রাশি- নয়া সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের হাত থেকে টাকা বেরিয়ে যাবে। তাই নয়া সপ্তাহে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কুম্ভ রাশির জাতকদের। সেদিকে বাড়তি নজর দিতে হবে। তবে চাকরির ক্ষেত্রে ভালো ফল মিলবে। ঠিকমতো কাজ করে সিনিয়রদের মন জয় করে নিতে পারবেন। মিলবে স্বীকৃতিও। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
মীন রাশি- নয়া সপ্তাহে মীন রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। অফিসে কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না। চাকরির ক্ষেত্রে বাড়তি কোনও দায়িত্ব পেতে পারেন। তবে কেরিয়ারের ক্ষেত্রে কোনও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও ভেবেচিন্তে পা ফেলতে হবে।