বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল
মেষ
- অনাবশ্যক ব্যয় হবে।
- আয় ঠিকঠাক থাকবে।
- সন্তানের যত্ন নিন।
- বুধবার বিবাদ হতে পারে।
- অচেনা ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করবেন না।
- ঋণ দেবেন না।
- পড়াশোনায় মনোনিবেশ করুন।
- সাবধানে গাড়ি চালান।
- দাঁত, কাঁধ ও কোমর ব্যথা হতে পারে।
- দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে।
বৃষ
- সময় ভালো।
- আয় বৃদ্ধি হবে।
- সময়ের মধ্যে কাজ হবে।
- মঙ্গলবার ও বুধবার চিন্তা বাড়তে পারে। আয় কমবে।
- সাবধানে গাড়ি চালান।
- ব্যবসায় উন্নতি হতে পারে।
- চাকরিত পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি সম্ভব।
- বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পড়াশোনা ভালো চলবে।
- পুরনো রোগ দেখা দিতে পারে।
মিথুন
- ধন লাভ করবেন।
- শত্রু দুর্বল হবে।
- কর্মক্ষেত্রে সম্মান লাভ করবেন।
- পরিবারে প্রভাব বাড়বে। বিবাদে জয়ী হবেন।
- কাজে উন্নতি হবে।
- আয় বৃদ্ধি হবে।
- ঝুঁকিপূর্ণ লগ্নি করবেন না।
- পরীক্ষার প্রস্তুতি আগত বাধা দূর হবে।
- ঘাড়ে ব্যথা হতে পারে।
কর্কট
- লাভ বাড়বে।
- সম্মান বৃদ্ধি হবে।
- শুক্রবার সন্ধ্যা থেকে চিন্তা বাড়তে পারে।
- শনিবার অধিক ব্যয় হবে।
- কোনও পুরনো মামলা চিন্তিত করতে পারে।
- পেটে জ্বালা হতে পারে।
- পুরনো লগ্নি থেকে লাভ হতে পারে।
- চাকরিজীবীদের স্থানান্তর হতে পারে।
- আয় বৃদ্ধি সম্ভব।
- গলা ব্যথা, কাশি হতে পারে।
- বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর