মেষ- জাতকরা নিজের কাজের প্রতি সক্রিয় থাকবেন। কোনও নতুন কাজ শুরু করতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক করতে সফল হবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। বাজারে লগ্নির ফলে লাভ হবে। পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগী হবেন। বড়সড় লক্ষ্য লাভের জন্য পরিশ্রম করতে হবে। শেয়ার মার্কেটে লগ্নির ফলে লাভ হবে।
বৃষ- সক্রিয় থাকবেন। বিরোধী ও প্রতিযোগীরা জাতকের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন। তাই সতর্ক থাকুন। ভালোভাবে যাচাই করে নতুন কাজ শুরু করুন, তা নাহলে সমস্যার মুখে পড়তে পারেন। ঝুঁকি নেবেন না, লোকসান হতে পারে। ব্যবসার জন্য সময় খুব একটা অনুকূল নয়। ভেবেচিন্তে অর্থ লগ্নি করুন। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না।
মিথুন- কাজ ও ব্যবসার জন্য সময় অনুকূল। বাজারে অর্থ লগ্নির ফলে লাভ হতে পারে। বাকচাতুর্যে বড়সড় কোনও কাজ সাফল্যের সঙ্গে করতে পারেন। এই সপ্তাহে কোনও পরিকল্পনা করলে, তাতে বিশেষ সাফল্য লাভ করবেন। আমদানি-রফতানির কাজের সঙ্গে জড়িত জাতকরা বড়সড় লাভ অর্জন করতে পারেন। পড়ুয়াদের জন্য সময় অনুকূল। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন। কাজ ও ব্যবসার জন্য সময় অনুকূল। তাই নতুন কোনও ব্যবসা শুরু করলে বিশেষ লাভ হতে পারে।
কর্কট- সময় প্রায় অনুকূল। ওঠা-পড়া সত্ত্বেও এগিয়ে যাবেন। ঘোরাফেরার সুযোগ পাবেন। অধিক ব্যয়ের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। কাজ ও ব্যবসার জন্য সময় মিশ্র প্রভাব বিস্তার করছে। পড়ুয়াদের জন্য সময় ঠিকঠাক। তবে মন একাগ্র করলেই সাফল্য লাভ করবেন।