বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহ কেমন যাবে: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।

মেষ- আবেগতাড়িত হয়ে কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে বসবেন না। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ বা স্বল্প দূরত্বের যাত্রায় যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। ঝুঁকি নেবেন না।  

বৃষ- কেরিয়ার বা ব্যবসায় কোনও কারণে দোটানায় থাকলে, এ সময় বড়সড় সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা না-হওয়ায় মন ব্যাকুল থাকবে। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, না-হলে পুরনো রোগ দেখা দিতে পারে।  

মিথুন- প্রেম সম্পর্কে বিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। কর্মক্ষেত্রে হঠাৎই কাজের চাপ বাড়তে পারে। সপ্তাহের শুরুতে কোনও শুভ কাজে অংশগ্রহণ করবেন। দীর্ঘ দিন পর কোনও প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় মন প্রসন্ন থাকবে। কেরিয়ার ও ব্যবসায় প্রত্যাশা মতো উন্নতি হবে। 

কর্কট- খুচরো বিক্রেতাদের জন্য সময় ভালো। আলোচনার মাধ্যমে বিবাদ সমাধানের চেষ্টা করুন। মতভেদ বাড়তে দেবেন না। মহিলা বন্ধুর সাহায্যে কাউকে প্রেম নিবেদন করতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। বার বার লক্ষ্য পরিবর্তন করলে সাফল্য পাবেন না।

বন্ধ করুন