বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।

মেষ- সপ্তাহের শুরুতে বাণী মধুর থাকবে, তবে মনে চিন্তিত হবে। পরিবারের সঙ্গ লাভ করবেন। ব্যবসার পরিস্থিতি উন্নত হবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আত্মবিশ্বাস কমবে। ব্যয় বাড়বে। ধৈর্য কমবে। সংযমী থাকুন। শিক্ষার কাজে সমস্যা আসবে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসা বিস্তার হবে, লাভের সুযোগ থাকবে। পারিবারিক জীবন সুখে কাটবে। 

বৃষ- কাজের প্রতি উৎসাহ থাকবে, তবে ভেবেচিন্তে কথা বলুন। মন অশান্ত থাকবে। বাবার স্বাস্থ্য দুর্বল থাকবে, মায়ের সহযোগিতা লাভ করবেন। মায়ের কাথ থেকে আর্থিক লাভ হতে পারে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যয় বৃদ্ধি হবে, স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন- নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন, আত্মবিশ্বাস কমবে। রাগ করবেন না, পারিবারিক দায়িত্ব বাড়বে। কোনও আত্মীয়ের কাছ থেকে ধন লাভ হতে পারে। আটকে থাকা টাকা পেতে পারেন। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা বজায় থাকবে। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কর্কট- আত্মবিশ্বাস কমবে, শান্ত থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। কোনও বন্ধুর সাহায্যে সম্পত্তিতে লগ্নি করতে পারেন। সঞ্চিত অর্থ কমবে। লেখালেখি, বৌদ্ধিক কাজের ফলে ধন অর্জন করবেন। শিল্প -সঙ্গীতে রুচি বাড়বে। চাকরিতে কাজের পরিসর বৃদ্ধি সম্ভব। অধিক পরিশ্রম করতে হবে, ব্যয় বৃদ্ধি হবে।

বন্ধ করুন