বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।

মেষ

  • এ সপ্তাহে মেষ রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে।
  • সমস্ত কাজে সাফল্য লাভ করবেন।
  • তবে এ সময় কোনও বেআইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
  • দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে।
  • ব্যবসায় উন্নতি ও লাভ হবে

বৃষ 

  • আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
  • ব্যয় নিয়ন্ত্রণ জরুরি।
  • পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে।
  • অফিসে চ্যালেঞ্জের মুখে পড়বেন।
  • দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।

মিথুন

  • বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাবেন।
  • অধিক অর্থ ব্যয় করতে পারেন।
  • কোনও আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন।
  • ব্যবসায় লাভ হবে।
  • পড়ুয়াদের জন্য সপ্তাহ ভালো।

কর্কট

  • কেরিয়ারে অবসাদ হতে পারে।
  • পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে।
  • ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে পারেন।
  • এ সপ্তাহে পদোন্নতি হতে পারে।
  • বাড়িতে অযাচিত অতিথি আসতে পারেন।

বন্ধ করুন