বাংলা নিউজ > ভাগ্যলিপি > এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহ কেমন যাবে: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

এই সপ্তাহে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

মেষ- আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে ব্যয় বাড়বে। কাজের নয়া সুযোগ লাভ করবেন এবং তাতে সফল হবেন। দীর্ঘদিন পর কোনও কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এই সাক্ষাতের সুফল লাভ করবেন। কর্মক্ষেত্রে কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন। 

বৃষ- যাতায়াতের ব্যয় বাড়বে। এমনকী চিকিৎসা ক্ষেত্রেও ব্যয় বাড়তে পারে। আর্থিক বিষয়ের জন্য সপ্তাহ চ্যালেঞ্জিং। মন ও মস্তিষ্কের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। সিনিয়রদের সঙ্গে বিচারধারায় মতভেদ সম্ভব। পৃথক কোনও কাজ করার পরিকল্পনা করবেন এবং যাত্রার যোগ রয়েছে। সাফল্য লাভে বিলম্ব হওয়ায় এখনই কোনও নতুন কাজ শুরু করবেন না। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না।  

মিথুন- এ সপ্তাহে আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। ব্যয় বাড়বে। অবসাদ বাড়তে পারে। পরিবার বা কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ভালো ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। 

কর্কট- বাড়ির সাজসজ্জায় পরিবর্তন করবেন। অভিভাবক ও বয়স্ক সদস্যদের জন্য বড় কিছু করতে পারেন। নতুন ভেঞ্চারে অংশগ্রহণ করবেন, যার ফলে ভবিষ্যতে আপনার সঙ্গে ভালো কিছু হবে। 

বন্ধ করুন