বাংলা নিউজ > ভাগ্যলিপি > Weekly rashifal: কাদের বাড়তি আয়ের চেষ্টা ফলপ্রসূ হবে? কী বলছে সাপ্তাহিক রাশিফল দেখে নিন এক ঝলকে

Weekly rashifal: কাদের বাড়তি আয়ের চেষ্টা ফলপ্রসূ হবে? কী বলছে সাপ্তাহিক রাশিফল দেখে নিন এক ঝলকে

সাপ্তাহিক রাশিফল

Weekly rashifal: এই সপ্তাহে কাদের লেনদেনের জটিলতা এড়াতে হবে? আয় রোজগারের ক্ষেত্রে কাদের জন্য এই সপ্তাহ টি শুভ, জেনে নিন এখান থেকে।

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশি: এই সপ্তাহের কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে। সহকর্মী ও  কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। ব্যবসায়ীক কাজে আপনাকে একটু সতর্ক হতে হবে। হিসাবের ভুলে বড় লোকসানের সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশিঃ  এই সপ্তাহটি পড়ুয়াদের পড়াশোনায় মনযোগী হতে হবে। শিল্পী ও কলাকুশলীদের জন্য সপ্তাহটি আয় রোজগার বৃদ্ধির। প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। নিজের মেধা ও বুদ্ধি দিয়ে কোনও প্রতিযোগিতামূলক কাজে সফল হতে পারবেন।

মিথুন রাশিঃ এই সময়টি আপনার জন্য প্রত্যাশা পূরণের। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে। প্রভাবশালী ব্যক্তির কাছে আশ্রয় পেতে পারেন। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। যানবাহন মেরামতে অর্থ ব্যয় হবে।

কর্কট রাশিঃ এই সপ্তাহে বৈদেশিক যোগাযোগে সফল হবেন। ছোট ভাইবোনের সাহায্য পাওয়া যাবে। নিজের ও ব্যবসার প্রচার প্রসারে আজ অর্থ ব্যয় করতে পারেন। অনলাইন মার্কেটিংয়ে বহু অর্ডার লাভের যোগ রয়েছে এই সপ্তাহে।

সিংহ রাশিঃ আয় রোজগারের জন্য শুভ এই সপ্তাহটি। বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন। বড়তি আয়ের কারনে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক জীবনে শ্যালক-শ্যালিকার সাহায্য পাওয়ার আশা রয়েছে।

কন্যা রাশিঃ এই সপ্তাহে সকালের দিকে গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করুন। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নিতে হলে তা সকালের দিকেই নিতে হবে। বিকেলের দিকে বকেয়া টাকা আদায়ে তাগাদা দিতে হবে। বাড়িতে আত্মীয়দের আগমন হবে।

তুলা রাশিঃ  এই সপ্তাহের শুরুর দিকে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। ভিসার জন্য আবেদন করলে তা সকাল সকাল সেরে নিন। বিকালের দিকে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জটিলতা গুলো এড়িয়ে চলতে হবে।

বৃশ্চিক রাশিঃ  সকাল-সকালই বাড়তি আয়ের চেষ্টা সফল হবে। বন্ধুর সাহায্য পাবেন। পারিবারিক জীবনে বড় ভাই বোনের সঙ্গে বিরোধে না জড়ানোই ভালো। বিকালের দিকে দূরের যাত্রা যোগ রয়েছে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগার বাড়বে।

ধনু রাশিঃ এই সপ্তাহটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। প্রশাসনিক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। বিকালের দিকে ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

মকর রাশিঃ বৈদেশিক বাণিজ্যে সকাল সকালই অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যেতে পারেন। আধ্যাত্মিক কাজে সফল হতে পারবেন। উচ্চশিক্ষায় শিক্ষকের সাহায্য পাবেন। বিকালের দিকে পদস্থ কর্মকর্তার সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে হবে।

কুম্ভ রাশিঃ পুরনো পাওনাদারের সঙ্গে সকাল সকাল দেখা হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের আজ ভালো আয় রোজগারের দিন। বিকালের দিকে আপনার আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে। বিদেশ থেকে ভালো কোনও প্রস্তাব আসতে চলেছে।

মীন রাশিঃ আজ অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। বিকালের দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো আয় রোজগার হবে। পুরনো লেনদেনের জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন।

বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার

যোগাযোগ: 8777679776

বন্ধ করুন