ধনু- আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। ভেবেচিন্তে লগ্নি করুন। পরিকল্পনা কার্যকরী করার আগে ভালোভাবে পড়াশোনা করে নিন। এ সপ্তাহে স্ট্রাগল করতে হবে। কাজ পুরো করার জন্য পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সময় নয়। যেখানে আছেন সেখানেই থাকুন। আর্থিক বিষয়ের জন্য সময় ভালো। কোনও নতুন লগ্নি করবেন না।
মকর- এ সপ্তাহে আর্থিক পরিস্থিতির কারণে ভীত থাকবেন। অর্থ বাঁচিয়ে রাখুন। লম্বা যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক বিষয় সাফল্য লাভ করবেন। নতুন লগ্নিতে তাড়াহুড়ো করবেন না। কাজে সাফল্য লাভ করবেন।
কুম্ভ- আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। কাজে ওঠা-নামা দেখা দেবে। নতুন কাজ শুরুতে বাধা দেখা দিতে পারে। অর্থ লাভের যোগ রয়েছে। লগ্নি করবেন না। সমস্ত কাজ ভালোভাবে করার চেষ্টা করবেন।
মীন- আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। আর্থিক সমস্যা বাড়তে পাপে। ভেবেচিন্তে নতুন লগ্নি করুন। ভেবে-চিন্তে অর্থ ব্যয় করবেন। যাঁরা আপনার পিছনে কথা বলেন, তাঁরা আপনাকে প্রতারিত করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। আঘাত লাগতে পারে।