
এই সপ্তাহ কেমন যাবে: ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল
১ মিনিটে পড়ুন . Updated: 19 Oct 2020, 06:07 PM IST- চলতি সপ্তাহ কেমন কাটবে ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।
ধনু- কাজে সাফল্যের ফলে মনে আনন্দ থাকবে। ধর্মীয় ও সামাজিক কাজে রুচি বাড়বে। ২৫ অক্টোবর ব্যস্ত থাকবেন। এ সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন। জমি, বাড়ি, গাড়ি কেনার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। বেকার যুবকরা রোজগারের সুযোগ পাবেন।
মকর- অন্যের বিষয়ে নাক গলাবেন না, নাহলে সমস্যায় পড়তে পারেন। পুরো সপ্তাহে নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। ২৩ অক্টোবর সহযোগীদের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায়ীদের ঋণ আদায় করতে সময় লাগবে। গাড়ি ও গাড়ির সরঞ্জামের ব্যবসায়ীদের প্রত্যাশার চেয়ে কম লাভ হবে। মহিলাদের হাড়ের সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ- সপ্তাহের শুরুতে পারিবারিক সমস্যার কারণে মন চিন্তিত থাকবে। ব্যবসায়ীদের বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। চাকরিজীবীরা এ সপ্তাহে নিজের উর্ধ্বতন কর্তৃপক্ষের রোষের শিকার হবেন। সপ্তাহের শেষ দিকে ইচ্ছা-অনিচ্ছা সত্ত্বেও দূরের যাত্রা করতে হতে পারে। কঠিন সময় জীবনসঙ্গীর সঙ্গ পেয়ে স্বস্তি অনুভব করবেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন, পেটের সমস্যা দেখা দিতে পারে।
মীন- ক্ষমতা অনুযায়ী নিজের পরিকল্পনা কার্যকর করার সুযোগ পাবেন। অতীতের বিবাদ সমাধান হওয়ার ফলে মনে আনন্দ থাকবে। ব্যবসায়ীরা নিজের যোগাযোগ বৃদ্ধি বা বড় কোনও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চাকরিজীবীদের জন্য সময় ঠিকঠাক। বাড়িতে ধর্মীয় কাজ সম্পন্ন হবে।