ধনু- অধিক পরিশ্রমের ফলেই কর্মক্ষেত্রে উন্নতি হবে। লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের সময় অধিক ইতিবাচক। অনাবশ্যক তর্কে জড়াবেন না। জমি-বাড়ির মামলা আদালতের বাইরেই মিটিয়ে নিন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে।
মকর- আলস্য ও গাফিলতি করবেন না, তা না-হলে আপনার সমস্ত কাজ ভেস্তে যেতে পারে। আর্থিক বিষয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। প্রেম সম্পর্কে কোনও সমস্যা থেকে বেরোনোর জন্য মহিলা বন্ধু আপনার সাহায্য করতে পারে। কঠিন সময় জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন।
কুম্ভ- শত্রু সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। তা না-হলে তাঁরা এর সুযোগ তুলতে পারে। ব্যবসার কারণে দূরের যাত্রা করতে পারেন। যাত্রার ফলে লাভ হবে। পারিবারিক সিদ্ধান্তে পরিজনদের সহযোগিতা লাভ করবেন।
মীন- সময় ও শক্তি সঠিক দিকে ব্যবহার করলে কাজে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আধিকারিকদের আশীর্বাদ লাভ করবেন। ব্যবসায় কাঙ্খিত সাফল্য লাভে সফল হবেন। পরীক্ষা-প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত থাকলে সুসংবাদ লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সামঞ্জস্য থাকবে।