
এই সপ্তাহ কেমন যাবে: ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির ভাগ্যফল
১ মিনিটে পড়ুন . Updated: 08 Mar 2021, 09:30 AM IST- চলতি সপ্তাহ কেমন কাটবে ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের, জানালেন জ্যোতিষীরা।
ধনু- আর্থিক লাভের জন্য সময় ভালো। কাজে সাফল্য অর্জন করতে পারেন। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার সুসংবাদ লাভ করতে পারেন। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। ধর্মীয় যাত্রায় যেতে পারেন। এমনকী কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করারও সুযোগ পাবেন।
মকর- মঙ্গলবার আর্থিক সমস্যার পাশাপাশি অন্যানয দুশ্চিন্তা থাকবে। কাজে বাধা আসবে, কারও সহযোগিতা লাভ করবেন না। পরে সুসংবাদ এবং সঙ্গীদের সহযোগিতা লাভ করবেন। শুক্রবার এবং শনিবার নতুন পরিকল্পনা তৈরি করবেন।
কুম্ভ- সোমবার ও মঙ্গলবার আয় ভালো হবে এবং রাজে সাফল্য লাভ করবেন। এর বিপরীত কাটবে বুধবার। রাগের কারণে ক্ষতি হতে পারে। সংযমী হয়ে কাজ করুন। অধিক ব্যয় হবে। বৃহস্পতিবার পরিস্থিতি উন্নত হতে পারে। শুক্রবার এবং শনিবার সময় ভালো কাটবে।
মীন- সপ্তাহের শুরুর দিনগুলো ভালো কাটতে পারে। বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে সাফল্য লাভ করবেন। সুসংবাদ পেতে পারেন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। আর্থিক বিষয়ের জন্য সপ্তাহের মধ্যভাগ খুবই ভালো। পরিকল্পনা সফল হবে। ধর্মীয় যাত্রা হতে পারে।