মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- বাড়ি পরিবর্তনের আলোচনা হতে পারে। সম্পত্তির মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। ভেঙে যাওয়া সম্পর্কের কারণে মানসিক সমস্যার মুখে পড়তে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- সপ্তাহ অনুকূল নয়। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য দুর্বল থাকবে। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। মায়ের তরফের কোনও কাজে বাধা উৎপন্ন হবে।
মিথুন (২২ মে - ২১ জুন)- আপনার সমস্যা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলে তাঁদের সাহায্যের ফলে লাভ হবে। এ সপ্তাহে ছাত্ররা সাফল্য লাভ করবেন। অশান্তির কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। অনায়াসে লাভ হবে, তাই ঝুঁকি নিতে পারেন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)- বিপরীত লিঙ্গের সহকর্মী আপনাকে আকৃষ্ট করতে পারে। অতীত ভুলে বর্তমানে বাঁচার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগে সাফল্য লাভ করবেন। পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগী হতে পারবেন না। ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী করবেন। অনিয়মিততা স্বাস্থ্যে প্রতিকূল প্রভাব বিস্তার করবে। কর্মক্ষেত্রে বাধা আসবে। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না। ভাষায় সংযমী হন। চাকরিতে পছন্দমতো পদোন্নতি লাভ করবেন। সঞ্চয় বৃদ্ধি হবে। অভিজ্ঞতার ফলে লাভ হবে।