বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের দিন?

সাপ্তাহিক ট্যারো রাশিফল: কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের দিন?

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- সৃজনশীলতার ক্ষেত্রে খ্যাতি বাড়বে। স্বস্তিতে থাকবেন। কর্মক্ষেত্রে উন্নতির ফলে সন্তুষ্ট থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারে সুখের পরিবেশ থাকবে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে সম্পর্ক মধুর করার চেষ্টা করুন।  

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- শেয়ার মার্কেটে অধিক লাভ অর্জন করতে পারবেনা না, ধৈর্য ধরুন। বাইরের খাবার এড়িয়ে চলুন। ব্যক্তিগত সম্পর্কের কারণে মাধুর্য থাকবে। স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করবেন। পরিবারে শান্তি থাকবে।

মিথুন (২২ মে - ২১ জুন)- অন্যের কথায় কান দেবেন না। ব্যবসায় নতুন উন্নতি ও সাফল্য লাভ করতে পারেন। প্রেম সম্পর্ক মধুর হবে। কোনও ভালো উপহার পেতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- আটকে থাকা কাজ পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আগত বাধা সোমবার দূর হবে। স্বাস্থ্যের জন্য সময় ভালো নয়। পুরনো অভ্যাস ত্যাগ করুন। উচ্চাধিকারীরা আপনার যোগ্যতা ও প্রতিভা পরীক্ষা করে দেখতে পারেন।

বন্ধ করুন