বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: পেতে পারেন চাকরির ভালো সুযোগ, বিশেষ যত্ন নিন স্বাস্থ্যে

সাপ্তাহিক ট্যারো রাশিফল: পেতে পারেন চাকরির ভালো সুযোগ, বিশেষ যত্ন নিন স্বাস্থ্যে

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- সপ্তাহ ভালো। সময় ম্যানেজমেন্ট করে আটকে থাকা কাজও করতে পারেন। অনিশ্চয়তার কারণে মানসিক অবসাদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- যুক্তিসঙ্গত ও সুচারু ভাবে কাজ করবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। সেবামূলক কাজ করতে পারেন। এ সপ্তাহে ব্যবসায়িক কাজে সাফল্য লাভ করবেন। 

মিথুন (২২ মে - ২১ জুন)- সহযোগিতার পাশাপাশি বিরোধিতার মুখেও পড়বেন। ব্যবসায় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। এ সপ্তাহে চাকরির ভালো সুযোগ পেতে পারেন। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- মানসিক অবসাদ কমতে পারে। সন্তান সংক্রান্ত সমস্যা কমবে। রাজকীয় কাজের থেকে লাভ হবে। আটকে থাকা কাজের সূচনা হতে পারে। আর্থিক দিক দিয়ে লাভ দায়ক সপ্তাহ।

বন্ধ করুন