বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- এ সপ্তাহে জীবনে অশান্তি বাড়তে পারে। প্রত্যাশা মতো কোনও কাজ হবে না। সমস্ত কিছু পাল্টে যেতে পারে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- নিজের জীবনের নানান পরিস্থিতি বা আশপাশের ব্যক্তিদের সম্পর্কে চিন্তাভাবনা করেই বছর কাটবে বৃষ রাশির জাতকদের। কাজ সম্পন্ন করতে বিলম্ব করবেন না। এর ফলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারবে।

মিথুন (২২ মে - ২১ জুন)- নিজের স্বভাবে উন্নতি করার পাশাপাশি কিছু কাজ করবেন। সতেজ অনুভব করবেন। কেউ কেউ আপনাকে পরামর্শ দিতে পারে। তবে আপনি তা শোনার জন্য প্রস্তুত থাকবেন না।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- এ সপ্তাহে জীবনে নানান আনন্দ লাভ করবেন। সাফল্য লাভ করবেন। সমগ্র সপ্তাহ সেই সাফল্যের কারণে উৎসবে মেতে থাকবেন।

বন্ধ করুন