বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- চাকরি ও ব্যবসায় আর্থির লাভ হবে। লগ্নির পরিকল্পনা করবেন। কম মেয়াদের জন্য লগ্নি করলে ভালো রিটার্ন পাবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- ভালোবাসার মানুষকে নিজের মনের কথা বলার পথ খুঁজতে ব্যস্ত থাকবেন। এমন কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে, যে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

মিথুন (২২ মে - ২১ জুন)- চাকরিতে পদোন্নতি পেতে পারেন। অস্থায়ী উচ্চ আধিকারিক পদ লাভ করতে পারেন। এই সুযোগের সদ্ব্যবহার করুন, চেষ্টা করলে আপনার স্থায়ী পদোন্নতি সম্পর্কে চিন্তাভাবনা করা যেতে পারে।  

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বন্ধুত্বে ইতি পড়বে। বন্ধুর প্রতারণার শিকার হতে পারেন।

বন্ধ করুন