বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- এ সপ্তাহে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তি আপনার পক্ষে থাকেবন। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধির প্রচেষ্টা করবেন। মনে শান্তি থাকবে। 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- জমি বা বাড়ি থেকে ভালো মুনাফা হতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। 

মিথুন (২২ মে - ২১ জুন)- সাবধানে থাকুন। কারও কথায় কান দেবেন না, ঝুঁকি নেবেন না। সপ্তাহের মধ্যভাগে কাজে বাধা দূর হবে, সুফল পাবেন। 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- বাড়ি, পরিবার ও দাম্পত্য জীবনের অবসাদ দূর হবে। নতুন কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।

বন্ধ করুন