বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: উপেক্ষিত হবেন, একাকীত্বে সময় কাটাবেন এই রাশির জাতকরা

সাপ্তাহিক ট্যারো রাশিফল: উপেক্ষিত হবেন, একাকীত্বে সময় কাটাবেন এই রাশির জাতকরা

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী আপনার ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে ১২ রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- এ সপ্তাহে শান্তি লাভে সচেষ্ট থাকবেন। একাকীত্বে সময় কাটাবেন এবং তার পরও খুব একটা মেলামেশা করবেন না। মানসিক শান্ত থাকবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা ও সমস্ত দিক যাচাই করে নেবেন। গাফিলতির কারণে সমস্যায় পড়তে পারেন। তাই কোনও কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বন করুন। 

মিথুন (২২ মে - ২১ জুন)- এ সপ্তাহে আপনার জীবনে নতুন কিছু ঘটবে না। সমস্ত কিছু আগের মতোই থাকবে। এ সপ্তাহে নিজের প্রত্যাশা ও আকাঙ্খা কম রাখুন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- আনন্দে এ সপ্তাহ কাটবে। উৎসাহিত থাকবেন। সময় আপনার অনুকূলে থাকবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- এ সপ্তাহে প্রতিটি পরিস্থিতি ও ব্যক্তিকে বিশ্লেষণ করবেন। অন্যেরাও আপনাকে বিশ্লেষণ করতে পারেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে আপনি কতটা স্মার্ট ও কনসিটেন্ট, তা দেখার চেষ্টা করবেন অনেকে।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- এ সপ্তাহে অন্য সকলের থেকে বিচ্ছিন্ন থাকবেন। অন্যের কাছ থেকে আঘাত অথবা উপেক্ষিত হওয়ার ফলে আপনি নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে নেবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- আপনার জীবনের সঙ্গে জড়িত বহু ব্যক্তির আসল সত্যটি আপনার সামনে প্রকট হবে। কোনও পরিস্থিতির সঙ্গে জড়িয়ে থাকলে, তার পিছনের কারণ জানতে পারবেন আপনি। এই পরিস্থিতিকে উপেক্ষা করবেন না।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- পরিপক্ব ভাবে সমস্ত পরিস্থিতি সামাল দেবেন। বোধবুদ্ধি প্রয়োগ করে ও ইতিবাচক পন্থা অবলম্বন করে সমস্ত বিষয় সমাধান করবেন। 

ধনু (২৩ নভেম্বর – ২৩ ডিসেম্বর)- কাজে ব্যস্ত থাকবেন। কাজের চাপে ক্লান্ত হয়ে পড়বেন। তবে শীঘ্র কোথাও ছুটি কাটাতে পারেন।

মকর (২৪ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- কোনও জটিল পরিস্থিতিতে জড়িয়ে থাকলে সমাধানের পথ পাবেন। জীবনে কোনও বাধার মুখোমুখি হলে, সেই পরিস্থিতি মোকাবিলার সাহস পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)- কিছু ব্যক্তির মোকাবিলায় আপনাকে কূটনীতির সাহায্য নিতে হবে। 

মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- নানা কাজে ব্যস্ত থাকবেন। পরিস্থিতি অনুকূল হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। 

বন্ধ করুন