মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- সপ্তাহের শুরুতে পছন্দমতো কাজ পূর্ণ হবে না। তবে সপ্তাহের শেষে ভালো ফলাফল লাভ করবেন। পরিবারে সামঞ্জস্যের অভাব থাকবে। স্বাস্থ্যোন্নতি হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- অংশীদারীর কাজ আপনার অনুকূলে থাকবে। চাকরি জীবনে উন্নতির পথ খুলবে। বর্তমানের যোগাযোগের ফলে ভবিষ্যতে লাভ হবে। সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন (২২ মে - ২১ জুন)- ভাগ্য বৃদ্ধি হবে। প্রগতিশীল কাজের প্রশংসা হবে। পারিবারিক সুখ লাভ করবেন। বাচ্চাদের তরফে সমস্যায় পড়তে পারেন। শত্রু চাপে থাকবে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)- অনুসন্ধান সংক্রান্ত কাজ করবেন। শুক্রবার ও শনিবার উচ্চাকাঙ্খী থাকুন। নতুন কেনাকাটার জন্য সময় শুভ। নতুন লাভজনক সম্পর্ক গড়ে তুলবেন।
সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- নতুন পরিকল্পনা ও নতুন সম্পর্ক গড়ে তুলবেন। কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হবে। আর্থিক পরিস্থিতিতে ওঠানামা থাকবে, তবে নিয়ন্ত্রণে থাকবে।
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। রোম্যান্টিক ও ভালোবাসাপূর্ণ সপ্তাহ কাটবে। পারিবারিক নিরাপত্তার কারণে চিন্তিত থাকবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- কাজ ও ব্যবসা ভালো হওয়ায় উন্নতির সুযোগ পাবেন। সঙ্গীতে রুচি থাকবে। সম্পত্তি, গৃহ ও পারিবারিক মামলায় নতুন সূচনা হতে পারে। আটকে থাকা কাজ পূর্ণ হতে আরও কিছু সময় ব্যয় হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- জ্ঞানপূর্ণ সপ্তাহ। ব্যবসায় সাফল্য ও উন্নতি লাভ করবেন। পুরনো অভ্যাস ত্যাগ করুন। উচ্চ আধিকারিকরা নিজের যোগ্যতা ও প্রতিভার পরীক্ষা নেবে।
ধনু (২৩ নভেম্বর – ২৩ ডিসেম্বর)- ব্যবহার আক্রামক হবে। দাম্পত্য জীবনে ওঠা-পড়া থাকবে। পড়ুয়াদের অধিক পরিশ্রম করতে হবে।
মকর (২৪ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- নতুন কেনাকাটার জন্য সময় অনুকূল। স্বস্তিতে কাজ করুন। পড়াশোনার জন্য সময় ভালো। পড়াশোনার পথে বাধা দূর হবে, ফলাফল আপনার পক্ষে আসবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)- নতুন সম্পর্কের সূচনার জন্য দিন ভালো। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়বে। আপনার প্রভাব বাড়বে। অভিজ্ঞতার ফলে লাভ হবে।
মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- কর্মক্ষেত্রে সাধারণ ফল লাভ করবেন। সামাজিক কাজে রুচি থাকবে। পারিবারিক জীবনে অবসাদ থাকবে। বিবাদে জড়াবেন না।
।