বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- কাজের জায়গায় নিজেকে নতুন করে প্রমাণ করার প্রয়োজন হতে পারে। পড়ুয়াদের আরও কঠোরভাবে পড়াযোনায় মন দিতে হবে। গুপ্ত প্রেমিক/প্রেমিকার কাছ থেকে সারপ্রাইজ গিফট পেতে পারেন। বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- নিজের চিন্তাভাবনা পরিষ্কারভাবে সামনের মানুষের কাছে তুলে না ধরলে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা জলদি ফেরত পেয়ে যাবেন। সন্তানের সঙ্গে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে। 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- অনেকদিন ধরে যে কাজের চেষ্টা চালিয়ে আসছেন, তা অবশেষে এই সপ্তাহে হয়ে যাবে। বৈষয়িক সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সম্ভাবনা। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- প্রথম দেখাতেই কোনও কিছু ক্রয় করার সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে নাম হবে। বাড়ির দিকে বিশেষ করে নজর দিন। বৈবাহিক সম্পর্কে সামান্য ওঠাপড়া আসতে পারে। কোথাও যাওয়ার পরিকল্পনা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বন্ধ করুন