ধনু (২৩ নভেম্বর – ২৩ ডিসেম্বর)- বাড়ির নিরাপত্তার ব্যবস্থা করে ঘুরতে যাবেন। পরিবারে কারও সঙ্গে বিবাদ হতে পারে। ভালোবাসা ব্যক্ত করতে তাড়াহুড়ো করবেন না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।
মকর (২৪ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- ব্যবহারিক ও প্রতিষ্ঠিত লক্ষ্যে মনোনিবেশ করবেন। আবেগপ্রবণ হওয়া ভালো। তবে অধিক আবেগপ্রবণ হবেন না। সপ্তাহের মধ্যভাগ রোম্যান্টিক ও ভালোবাসায় পূর্ণ থাকবে। পারিবারিক নিরাপত্তা ও চিন্তায় সপ্তাহ কাটবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)- সৌম্য ও জ্ঞানপূর্ণ সপ্তাহ। ব্যবসায় নতুন সাফল্য ও উন্নতি লাভ করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। পুরনো অভ্যেস পিছনে ফেলে আসুন। উচ্চ আধিকারিকরা আপনার যোগ্যতা ও প্রতিভা যাচাই করে দেখবেন।
মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- অনুসন্ধান সংক্রান্ত কাজ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। নতুন কিছু কেনাকাটার জন্য সময় অনুকূল। নতুন লাভজনক সম্পর্ক গড়ে উঠবে।