
সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল
১ মিনিটে পড়ুন . Updated: 01 Feb 2021, 05:33 PM IST- চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- পরিবর্তনের পথে বাধা সৃষ্টি না-করে তাকে স্বাগত জানান। নিজের জ্ঞানের আলো বিকশিত করার সময় এটি। যে ভালো কাজ করছেন, তা জারি রাখুন। নিজের আশপাশে সাদা ফুল রাখলে সুফল পেতে পারেন। আপনার শুভ রং লাল।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- জীবনে ভারসাম্য জরুরি। একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করার ফলে মানসিক ক্লান্তি অনুভব করবেন। ঘুরতে যেতে পারেন। এ সময় কোনও চারা দান করলে লাভ হতে পারে। গাঢ় গোলাপী আপনার শুভ রং।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- আপনি দোটানায় আছেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মনের কথা শুনুন। এর ফলে নিজের কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। ভালো সময় আপনার অপেক্ষায় রয়েছে। পিঠ ও কাঁধের সমস্যা দেখা দিতে পারে, যত্ন নিন। যাঁর ওপর বিশ্বাস করেন বা যাঁকে ভালোবাসেন, তাঁর সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি অনুভব করতে পারেন। সবুজ আপনার শুভ রং।