বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- আপনার অতীত প্রচেষ্টার ফলে লাভ হতে পারে। কাজ করার জন্য সময় ভালো। বন্ধুত্বে সমস্যা হতে পারে। যাত্রার জন্য সময় অনুকূল। অন্যের সমস্যার সঙ্গে জড়ালে ক্ষতি হতে পারে।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- অজ্ঞাত উৎস থেকে অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। নতুন পরিকল্পনা শুরুর জন্য সময় ভালো। দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব থাকবে। পড়ুয়ারা সময়ের সদ্ব্যবহার করবেন। কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- সাবধানতা অবলম্বন করবেন। কারও কথায় কান দেবেন না ও ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে বাধা দূর হবে। অনুকূল পরিণাম লাভ করবেন। কোনও না-কোনও কারণে হতাশা অনুভব করবেন। মন শান্ত রাখার চেষ্টা করুন। সমালোচনা  শুভাকাঙ্খীদের বিরোধিতার মুখে পড়বেন। স্বাস্থ্য ও অর্থ লাভ সম্ভব।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- আইনি মামলায় গাফিলতি করবেন না। নতুন সম্পর্কের ফলে লাভ হবে। আর্থিক পরিকল্পনা কার্যকরী হবে। নতুন কাজ পেতে পারেন। সন্তানের সাহায্য লাভ করবেন। কাজ পূর্ণ হতে দেরি হবে। প্রশাসনের কারণে সমস্যায় পড়তে পারেন। সন্তান কঠিন পরিস্থিতিতে পড়বে।

বন্ধ করুন