
সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jan 2021, 11:52 AM IST- চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- এ সপ্তাহে আটকে থাকা কাজ অগ্রসর হবে। পরিস্থিতি উন্নত হবে। কাজ পূর্ণ হওয়ার প্রত্যাশা থাকবে। চাকরির ইন্টারভিউ দিয়ে থাকলে, সেখান থেকে সুখবর পাবেন। এমনকি কারও প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে থাকলেও, তার তরফে ইতিবাচক উত্তর পাবেন। এ সপ্তাহে উচ্চাকাঙ্কী থাকবেন। অল্পেতে খুশি থাকতে নারাজ আপনি।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- প্রত্যাশা পূরণ হবে না। মানসিক চাপ থাকবে। কাজ ও পরিকল্পনায় ব্যস্ত থাকবেন। উন্নতিতে লক্ষ্যস্থির থাকবে। কোনও বিষয় অসন্তুষ্ট থাকবেন। আর্থিক লোকসান হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। অনুভূতি নিয়ন্ত্রণে রেখে বোধবুদ্ধি দিয়ে কাজ করুন। বাবা বা কোনও বয়স্ক ব্যক্তির সহযোগিতা লাভ করবেন। আর্থিক বিষয় পরিবারের ওপর নির্ভরশীল থাকবেন। যে পরিস্তিতি আপনার নিয়ন্ত্রণে নেই, সে বিষয় চিন্তাভাবনা ত্যাগ করুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- প্রেম সম্পর্কের জন্য সময় ভালো। আনন্দে থাকবেন। কেরিয়ার, আর্থিক পরিস্থিতি, বিবাহের জন্য সময় খুব ভালো। অফিসে প্রশংসা লাভ করবেন। সপ্তাহ খুব ভালো। অন্যের কথায় কান দিয়ে কাজ করবেন না, না-হলে চাপ বাড়বে। অধিক দায়িত্ব এড়িয়ে চলুন। এ সপ্তাহে পারিবারিক অনুষ্ঠানে আনন্দে সময় কাটাবেন। তবে কাজের কারণে আলস্য থাকতে পারে। তাই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।