বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- সম্পর্ক, সুযোগ ও বিরোধ এক সঙ্গে জীবনে প্রবেশ করবে। কোনও অচেনা ব্যক্তির কথায় কান দেবেন না। অযথা জটিলতায় পড়তে পারেন। ব্যবসায়িক বিবাদের সমাধান হতে পারে।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- আপনার উন্নতিতে সহকর্মীদের হিংসা হতে পারে। তাঁরা আপনার কাজে বাধা সৃষ্টি করবে। সাবধানতা অবলম্বন করুন। পড়ুয়ারা প্রতিযোগিতায় সফল হবেন। আটকে থাকা কাজ পূর্ণ হতে সময় লাগতে পারে। 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- স্বাস্থ্য প্রতিকূল থাকবে। চ্যালেঞ্জপূর্ণ সময়, সতর্ক থাকুন। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না। চাকরির খোঁজে থাকলে ভালো সুযোগ লাভ করবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- সপ্তাহ ভালো কাটবে। অন্যের কথা কান দেবেন না। ব্যবসায় উন্নতি সম্ভব। প্রেম সম্পর্কে মাধুর্য থাকবে। ভালো উপহার পেতে পারেন। 

বন্ধ করুন