বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল
সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- মর্যাদা অতিক্রম করে যাবেন না। চাকরিজীবীরা নিজের সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন। হতাশ হতে পারেন। কোনও তথ্য লাভ করবেন।
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- স্বাস্থ্য ও কাজে মনোনিবেশ করবেন। পরিজনদের সহযোগিতায় জীবনে আনন্দের আগমন ঘটবে। অর্থ অপব্যয় করবেন না। জীবনসঙ্গীর আবেগকে গুরুত্ব দিন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- এ সপ্তাহে আপনার প্রভাব, ক্যারিশমা ও সৃজনশীল প্রবৃত্তি চরমে থাকবে। পড়াশোনায় রুচি বাড়বে। প্রেম সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় লাভ ও উন্নতির সুযোগ পাবেন। জয়ের পথে রয়েছেন আপনি।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- অংশীদারীর কাজ আপনার অনুকূলে থাকবে। উন্নতির নতুন পথ খুলবে। বর্তমানে আপনি যা করছেন বা যে সম্পর্ক গড়ে তুলছেন, তার ফলে ভবিষ্যতে লাভ হবে। সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।