বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- ধৈর্য ধরুন। যা যেমন হচ্ছে হতে দিন। হস্তক্ষেপ করবেন না। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। নিজের বুদ্ধি ব্যবহার করবেন।

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী হবে। আনন্দে সপ্তাহ কাটবে। খেলাধুলোয় ব্যস্ত থাকবেন, কাজ করার জন্য সময় ভালো।  

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- অনিয়মিততার কারণে স্বাস্থ্য প্রতিকূল থাকবে। চ্যালেঞ্জপূর্ণ সপ্তাহ। সতর্ক থাকুন। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না। চাকরির খোঁজে থাকলে ভালো সুযোগ পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- বিপরীত লিঙ্গের কোনও সহযোগী আপনাকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন ও তাতে সফলও হবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক বিষয় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। 

বন্ধ করুন