বাংলা নিউজ > ভাগ্যলিপি > Jagadhatri Puja 2022: কাকে বারোয়ারি পুজো বলে? দুর্গাপুজো নয়, বারোয়ারি শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো দিয়ে

Jagadhatri Puja 2022: কাকে বারোয়ারি পুজো বলে? দুর্গাপুজো নয়, বারোয়ারি শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো দিয়ে

বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর শুরু কীভাবে?

Jagadhatri Puja 2022: বারোয়ারি দুর্গাপুজোর বিষয়ে তো সবাই জানান। কিন্তু বারোয়ারি পুজো আসলে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো দিয়ে। সে কথা হয়তো অনেকেই জানেন না।  

বারোয়ারি দুর্গাপুজো— এই শব্দযুগলের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ‘বারোয়ারি’ শব্দটি কোথা থেকে এসেছে। শুধু তাই নয়, এই বারোয়ারি পুজো যে দুর্গাপুজো দিয়ে নয়, জগদ্ধাত্রী পুজো দিয়েই শুরু হয়েছিল, সেটিও হয়তো অনেকেরই জানা নেই। এর ইতিহাসটিও অত্যন্ত আকর্ষণীয়। জগদ্ধাত্রীর পুজোর সময়ে সেই ইতিহাস ফিরে দেখা যাক।

বহু যুগ আগে, দুর্গাপুজো ছিল একেবারেই বনেদি বাড়ির পুজো। সেই সময়ে বারোয়ারি পুজো বলে কিছু ছিল না। বিত্তবানদের বাড়িতেই দুর্গাপুজো হত। তা মূলত শহর এলাকায়। তখন গুপ্তিপাড়ায় জমিদার বাড়িতে দুর্গাপুজো হত জাঁকজমক করে। ইতিহাস বলছে, সেই সময়ে নাকি একবার গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন স্থানীর গরিব বাসিন্দারা। তাঁদের তখন বাধা দেওয়া হয়। তাঁদের পুজোবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। অপমানিত গ্রামবাসীরা ঠিক করেন, তাঁরা আর কখও জমিদার বাড়িতে পুজো দেখতে যাবেন না। বরং নিজেরাই দুর্গাপুজো করবেন। 

 কিন্তু তত দিনে দুর্গাপুজো করার সময় পেরিয়ে গিয়েছে। তার প্রস্তুতির জন্যও সময় লাগবে। ফলে দুর্গাপুজো আ করা হয় না। ঠিক সেই সময়ে গ্রামের ১২ জন তরুণ এগিয়ে আসেন। তাঁরা অর্থসাহায্য করে পুজোর ব্যবস্থা করেন। দুর্গাপুজোর সময় পেরিয়ে যাওয়ার পরে সব কিছু সামলে উঠতে কিছু দিন সময় লাগে। তার পরেই এই পুজো হয়। এবং সেটিও হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজোর সব আচার মেনেই। সেই পুজোকেই তখন থেকে জগদ্ধাত্রী পুজোর নাম দেওয়া হয়। 

ইতিহাস থেকে জানা যায়, এই পুজোর কথা সেই সময়ের বহু খবরের কাগজেই প্রকাশিত হয়েছিল। হুগলির গেজেট, বেঙ্গল গেজেট-সহ দেশের নামজাদা সংবাদমাধ্যমে নথিবদ্ধ হয় এই ঘটনা। প্রায় ২৭০ বছর আগের এই পুজোর পিছনে ১২ জন তরুণ বা বন্ধুর ভূমিকা ছিল বলে এটিকে ‘বারো ইয়ারি’ পুজো বলে অভিহিত করা হয়। পরে তা আস্তে আস্তে ‘বরোয়ারি’ শব্দে পরিণত হয়। 

এইভাবেই আস্তে আস্তে বারোয়ারি পুজোর সূচনা বলে মনে করেন অনেকে। আজকের যা বারোয়ারি দুর্গাপুজো, সেটিও সেদিনের বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর হাত ধরেই এসেছিল বলে মনে করা হয়। 

ভাগ্যলিপি খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.