মকর সংক্রান্তির দিনে ভুলেও করবেন না এই কাজগুলি, রেগে যেতে পারেন সূর্যনারায়ণ
চলতি বছর ১৪ ও ১৫ জানুয়ারি সারা দেশে পালিত হবে মকর সংক্রান্তি। তথি গোলযোগের কারণে কোনও কোনও স্থানে ১৪ তারিখ আবার কোনও স্থানে ১৫ তারিখ মকর সংক্রান্তি পালিত হবে। এদিন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। পাশাপাশি এ দিন খরমাস শেষ হবে এবং সূর্যের উত্তরায়ণ শুরু হবে।
পুরাণ অনুযায়ী এ দিন সূর্য, পুত্র শনির গৃহে তাঁর সঙ্গে দেখা করতে যান। সে সময় শনি কালো তিল দিয়ে পিতাকে স্বাগত জানান। এর পরই শনিকে আশীর্বাদ দেন সূর্য। তাই এদিন শনির পুজো করা শুভ। মকর সংক্রান্তিতে স্নান-দান করার গুরুত্ব সকলেই স্বীকার করি। তবে এমন কিছু কাজও আছে, যা মকর সংক্রান্তির দিনে করলে সূর্য ক্ষুব্ধ হতে পারেন। তাই জেনে নিন মকর সংক্রান্তির দিনে কোন কোন কাজ করবেন না।
১. এটি প্রকৃতির উৎসব। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন ফসল কাটতে নেই।
২. বাড়ির ভিতরে বা বাইরে কোনও গাছ কাটবেন বা ছাটবেন না। এমন করাও অশুভ মনে করা হয়।
৩. মকর সংক্রান্তির দিন বাড়ির দ্বারে কোনও দরিদ্র বা বয়স্ক ব্যক্তি এলে তাঁদের খালি হাতে ফিরিয়ে দেবেন না।
৪. এদিন বাসী খাবার খেতে নেই।
৫. রসুন, পেঁয়াজ ও আমিষ খেতে নেই এদিন।
শনি দোষ থেকে মুক্তির উপায়
শনি দোষে পীড়িত থাকলে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য মকর সংক্রান্তির দিনে উপায় করতে পারেন। এর ফলে শনিকে তুষ্ট করা যাবে। মকর সংক্রান্তির দিন স্নানের পর শনির পুজো করে কালো তিল অর্পণ করুন। পুজোর পর দরিদ্র, অসহায় ব্যক্তিদের সরষের তেল, কালো তিল, তিলের লাড্ডু, গরম বস্ত্র দান করুন। এর ফলে শনি প্রসন্ন হবেন এবং আশীর্বাদ দেবেন।