শাস্ত্র মতে বলা হচ্ছে, দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা কোনও মূর্তি ঘরে রাখবেন না। এতে সংসারে আর্থিক কষ্ট দূর হয় না। এছাড়াও এই মূর্তি ঘরের পক্ষে শুভ নয়। নিত্য পুজোয় দেবীর বসে থাকা মূর্তির আকারই শুভ।
1/4মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে চান সকলেই। এদিকে, সাধারণ নিয়ম মেনে বাড়ির ঈশান কোণে অনেকেই রাখেন দেবী লক্ষ্মীর মূর্তি। তবে শাস্ত্র মতে, দেবী লক্ষ্মীর মূর্তি রাখার সঙ্গে জড়িয়ে রয়েছে ধন সম্পত্তিতে উন্নতির যোগ। দেবী লক্ষ্মীর মূর্তি কীভাবে রাখলে তা সংসারে ধন সম্পত্তি বাড়িয়ে দেয়, জেনে নেওয়া যাক।
2/4দেবী লক্ষ্মীর কেমন মূর্তি ঘরে রাখবেন না: শাস্ত্র মতে বলা হচ্ছে, দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা কোনও মূর্তি ঘরে রাখবেন না। এতে সংসারে আর্থিক কষ্ট দূর হয় না। এছাড়াও এই মূর্তি ঘরের পক্ষে শুভ নয়। নিত্য পুজোয় দেবীর বসে থাকা মূর্তির আকারই শুভ।
3/4দেবীর কেমন মূর্তি রাখবেন ঘরে: দেবী পদ্মাসনে বসে, কমলাবসনে রয়েছেন, এমন মূর্তিকে ঘরে রাখা শুভ। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের। এছাড়াও ঘরে কোনও দিনওই দেবীলক্ষ্মীর মূর্তি একা রাখবেন না। লক্ষ্মী নারায়ণ কিম্বা লক্ষ্মী গণেশের মূর্তিকে রাখলে তা শুভ ফল দিয়ে থাকে।
4/4কোনদিকে রাখবেন ঘরের লক্ষ্মীদেবীর মূর্তি- বলা হচ্ছে, লক্ষ্মী প্রতিমাকে উত্তর দিকের দেওয়ালে হেলান দিয়ে রাখতে হবে। ফলে পুজো করার সময় যাতে আপনার মুখ উত্তরের দিকে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর সর্বদা গণেশ দেবের ডান পাশে দেবী লক্ষ্মীকে রেখে পুজো করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। (এই তথ্য সাধারণ মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )