Vastu Tips for Mirror: বাড়ির কোথায় আয়না রাখবেন? কোথায় রাখবেন না? ভাগ্য বদলাতে এখনই জানুন বাস্তু নিয়ম
Updated: 28 Jun 2024, 12:00 PM ISTVastu Tips for Mirror: বাস্তু মতে, বাড়ির দরজার সামনে একটি বৃত্তাকার আয়না রাখলে ঘরে সুখ বাড়বে। এতে আর্থিক সমস্যা থেকে ঘর দূরে থাকবে। তবে ভুল করেও রান্নাঘরে আয়না বসিয়ে দেবেন না। এটি প্রতিকূল বলে মনে করা হয়। জেনে নিন, আরও বেশ কয়েকটি নিয়ম।
পরবর্তী ফটো গ্যালারি