Why You Should Not Eat in Your Bed: বিছানায় বসে খে... more
Why You Should Not Eat in Your Bed: বিছানায় বসে খেতে নিষেধ করা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এর পিছনে রয়েছে এক ধরনের কারণ। আবার বিজ্ঞানের যুক্তি আছে এই বিষয়টি নিয়ে।
1/5ছোটবেলা থেকে আমাদের প্রত্যেককেই শেখানো হয়, বিছানায় বসে খাবার খেতে নেই। কিন্তু এর কারণটা কী? কেন এমন মত? এটি নিয়ে জ্যোতিষশাস্ত্র বলছে এক ধরনের কথা। আর বিজ্ঞান বলছে, অন্য ধরনের কথা। কিন্তু কথা যাই হোক না কেন, সকলেই এই কাজটি করতে নিষেধ করছে। এবার দেখে নেওয়া যাক, সেই কারণগুলি কী কী।
2/5শোওয়ার ঘরকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বেড হাউস বলে। যা রাশিফলের দ্বাদশ ঘরে থাকে। এই ঘরে শারীরিকবভাবে মানুষ ঘনিষ্ঠও হন। পাশাপাশি মনে করা হয় এই রে মন ধ্বংস হয়। কারণ ঘুমকে অর্ধ-মৃত্যু বলে মনে করা হয়। এর সঙ্গেই যোগ আচে, কেন শোওয়ার ঘরে খাবার খেতে নিষেধ করা হচ্ছে— সেই বিষয়টির।
3/5জ্যোতিষশাস্ত্র মতে, খাদ্য আমাদের শরীরে রস ও রাজ উভয়ই তৈরি করে। অর্থাৎ এটি রক্তও তৈরি করে এবং পুষ্টিও দেয়। পাশাপাশি শোওয়ার ঘরে মানুষের অনুভূতি এবং চিন্তা তৈরি হয়। তাই এই ঘরে রস ও রাজের উৎপাদন হলে, তা অনুভূতি এবং চিন্তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। খাবার খাওয়া ভুল। শুধুমাত্র একটি ক্ষেত্রেই এটি ঘটতে পারে, যদি কেউ অসুস্থ হন।
4/5জ্যোতিষশাস্ত্র বলছে, শোওয়ার ঘরে বা বিছানায় বসে খাবার খেলে ব্যয় বাড়ে, তেমনি ঋণও বৃদ্ধি পায়। শোওয়ার ঘরে খাবার খেলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। সবচেয়ে ভালো হয়, যদি আপনি রান্নাঘরে একটি কার্পেট বিছিয়ে খাবার খেতে পারেন এবং আপনার যদি এমন জায়গা না থাকে তবে আপনি স্টাডি টেবিল বা সোফায় বসে খেতে পারেন। যদি আপনার বাড়িতে একটি মাত্র ঘর থাকে এবং আপনি বেডরুমে বসে খেতে বাধ্য হন, তবে আপনার মেঝেতে একটি আসন বিছিয়ে নিতে পারেন।
5/5তবে এর পাশাপাশি বিজ্ঞানও বলছে, এই কাজটি ঠিক নয়। কারণ বিছানায় বসে খেলে, সেখানে খাবারের গুঁড়ো পড়বেই। আর তাতে বাড় জীবাণুর পরিমাণ। এটি বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা বাড়িয়ে দেয় বলেও মনে করা হয়। এছাড়া বিছানায় বসে খাবার খেলে কারও কারও ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে বলেও মনে করা হয়।