বাংলা নিউজ > ভাগ্যলিপি > শখ থাকে দামী জিনিসের প্রতি, এই ৩ রাশির মহিলাদের উপর থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ

শখ থাকে দামী জিনিসের প্রতি, এই ৩ রাশির মহিলাদের উপর থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশি আছে। প্রতিটি রাশির একটি অধিপতি গ্রহ থাকে।

কোন কোন রাশির মহিলাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে?

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশি আছে। প্রতিটি রাশির একটি অধিপতি গ্রহ থাকে। প্রতিটি রাশির স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব আলাদা হয়ে থাকে। আলাদা হয় ভাষা, জীবনযাপনের ধরন। 

তেমনই কয়েকটি রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। কয়েকটি রাশির মহিলাদের উপর আবার বিশেষভাবে আশীর্বাদ থাকে দেবী লক্ষ্মীর। একনজরে দেখে নিন, কোন কোন রাশির মহিলাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে -  

বৃষ- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির মহিলারা সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে ভালোবাসেন। দামী জিনিসের প্রতি তাঁদের আগ্রহ থাকে।বৃষ রাশির জাতকের অধিপতি হলেন শুক্র। বৃষ রাশির জাতকরা অত্যন্ত আকর্ষণীয় হয়। প্রথম সাক্ষাতেই যে কোনও কাউকে প্রভাবিত করতে পারেন। 

কর্কট- অর্থ সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মহিলারা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন। সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন কাটানোর টাকা খরচ করতে পিছপা হন না। প্রচুর টাকা খরচ করেন তাঁরা। কর্কট রাশির অধিপিত হলেন চন্দ্র। কর্কট রাশির মহিলারা ঘুরতে খুব ভালোবাসেন। তাঁদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। 

তুলা- তুলা রাশির স্বামী গ্রহ হলেন শুক্র। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা রাশির মহিলাদের শিল্পকলার প্রতি আগ্রহ থাকে। জীবন উপভোগ করতে পারেন। দামী জিনিসের প্রতি প্রবল টান আছে তুলা রাশির জাতকদের।

বন্ধ করুন