বাংলা নিউজ > ভাগ্যলিপি > বাস্তু জানাচ্ছে দীপাবলীতে কোন দিকে করবেন পুজো, কোন প্রতিমা পাবে প্রাণ

বাস্তু জানাচ্ছে দীপাবলীতে কোন দিকে করবেন পুজো, কোন প্রতিমা পাবে প্রাণ

লক্ষ্মীর এক দিকে গণেশ ও অন্যদিকে সরস্বতী রয়েছেন ও যেখানে লক্ষ্মীর দুই হাত থেকে ধন বর্ষা হচ্ছে— ধন লাভের জন্য এমন ছবি শুভ।

বাস্তু নিয়ম মেনে পুজো করলে, পুজোর ফলেও বৃদ্ধি ঘটে। এখানে জানুন, দীপাবলীতে লক্ষ্মীপুজোর পাশাপাশি অন্যান্য দেবী-দেবতাদের পুজো কোন দিকে করা শুভ।

কার্তিক কৃষ্ণপক্ষের অমাবস্যায় দীপাবলী পালিত হয়। পাঁচ দিনের এই উৎসব ধনতেরাস থেকে শুরু হয় ও ভাইফোঁটায় শেষ হয়। সুখ, সৌভাগ্যের কামনা করে ধন, বৈভব, ঐশ্বর্যের জন্য লক্ষ্মীলাভ ও রিদ্ধি-সিদ্ধির জন্য গণেশের পুজোর পাশাপাশি অন্যান্য দেব-দেবীর পুজো করা হয় এদিন। তবে বাস্তু নিয়ম মেনে পুজো করলে, পুজোর ফলেও বৃদ্ধি ঘটে। জেনে রাখুন, দীপাবলীতে লক্ষ্মীপুজোর পাশাপাশি অন্যান্য দেবী-দেবতাদের পুজো কোন দিকে করা শুভ। আবার লক্ষ্মীর কোন ধরণের ও কোন মুদ্রার ছবি পুজোর জন্য শ্রেষ্ঠ।

  • উত্তর দিককে বাস্তুতে ধনের দিক মনে করা হয়। তাই দীপাবলীতে এই কোণ, যক্ষ সাধনা, লক্ষ্মী পুজো ও গণেশ পুজোর জন্য আদর্শ স্থান।
  • আরোগ্য লাভের জন্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে ধন্বন্তরী, অশ্বিনী কুমার এবং নদীর আরাধনা করা উচিত।
  • দেবী ও হনুমানের পুজো দক্ষিণ দিকে করা উচিত। আবার উত্তর-পূর্ব দিকে শিব পরিবার, রাধা-কৃষ্ণ এবং পূর্ব দিকে রাম, বিষ্ণু ও সূর্য উপাসনা করলে পরিবারে সৌভাগ্য বৃদ্ধি হয়।
  • পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমকে শিক্ষার দিক মনে করা হয়। এ দিকে সরস্বতী পুজো করলে জ্ঞান বৃদ্ধি ঘটে।
  • পশ্চিম দিকে বৃহস্পতি, মহাবীর, বুদ্ধের পুজো করলে শুভ ফল পাওয়া যায়।
  • আবার সম্পর্ক ও নৈকট্য বৃদ্ধির জন্য দক্ষিণ-পশ্চিম দিকে পূর্বপুরুষদের পুজো করলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়।

কেমন ধরণের লক্ষ্মীর প্রতিমার পুজো করা উচিত সে বিষয়েও বাস্তুতে উল্লেখ রয়েছে। 

  • লক্ষ্মীর এক দিকে গণেশ ও অন্যদিকে সরস্বতী রয়েছেন ও যেখানে লক্ষ্মীর দুই হাত থেকে ধন বর্ষা হচ্ছে— ধন লাভের জন্য এমন ছবির পুজো শুভ। যদি বসে থাকা অবস্থায় লক্ষ্মীর চিত্রের পুজো করতে চান, তা হলে লাল বস্ত্র পরিহিত পদ্মে আসীন লক্ষ্মীর ছবিই শ্রেষ্ঠ।
  • আবার সরস্বতী, লক্ষ্মী ও গণেশ— এঁদের দুই দিকে দুই হাতি সূঁড় তুলে রয়েছে এমন ছবির পুজো করলে লক্ষ্মী সর্বদা বাড়িতে বিরাজ করেন। তবে ছবিতে লক্ষ্মীর পা দেখা যাওয়া উচিত নয়। এর ফলে বাড়িতে দীর্ঘ সময়ের জন্য লক্ষ্মী স্থায়ী হন না। পদ্মে প্রসন্ন মুদ্রায় আসীন লক্ষ্মীর ছবিই সবেচেয়ে ভালো।
  • ছবিতে লক্ষ্মীর সঙ্গে ঐরাবত থাকলে, তা অদ্ভূত ও শুভফল প্রদান করে। বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর ছবি থাকলে, তারও পুজো করা যেতে পারে। হরিকে আমন্ত্রণ জানিয়ে লক্ষ্মীকে বাড়িতে অধিষ্ঠিত করতে হয়। বিষ্ণুর সঙ্গে যদি লক্ষ্মী বাড়ি আসেন, তখন তাঁর বাহন হয় গরুড়। একে অত্যন্ত শুভ মনে করা হয়।

ভুলেও লাগাবেন না লক্ষ্মীর এমন প্রতিমা:

  • যে ছবিতে লক্ষ্মী একা রয়েছেন, তা দীপাবলীর পুজোয় ব্যবহার করা উচিত নয়। ধর্মীয় ধ্যান ধারণা অনুযায়ী, একা লক্ষ্মীর পুজোর করার চেয়ে গণেশ ও সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর পুজো কল্যাণকারী।
  • দীপাবলীতে মাটির লক্ষ্মী-গণেশের মূর্তির পুজো উচিত নয়। রুপোর মূর্তি পরিষ্কার করে তার পুজো করা যেতে পারে। খণ্ডিত মূর্তি বা ছেঁড়া ছবির পুজো করবেন না।

ভাগ্যলিপি খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.