গত ১১ মে থেকে শনির বক্রগতি শুরু হয়েছে। এর ফলে যে ব্যক্তিদের উপর শনির অশুভ প্রভাব আছে, তাঁদের সমস্যা আরও বাড়তে পারে। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, এই সময় বজরংবলীর পুজো করলে, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
হনুমান চালিসা পাঠ
নিত্য হনুমান চালিসা পাঠ করলে, বজরংবলীর বিশেষ কৃপা পাওয়া যায়। এই চালিসা পাঠের কোনও বিশেষ নিয়ম নেই। যেকোনও জায়গায়, যেকোনও সময় হনুমান চালিসা পাঠ করা যেতে পারে।
বজরং বাণ পাঠ
এ সময় বজরং বাণী পাঠও বিশেষ উপযোগী। এর ফলে সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আপনার উপর যদি শনির অশুভ প্রভাব থেকে থাকে, তা হলে নিত্য বজরং বাণী পাঠ করুন।
সংকটমোচন হনুমান অষ্টক পাঠ
এই পাঠ করলে বজরংবলী প্রসন্ন হন এবং সমস্ত মনোষ্কামনা পূর্ণ করেন। নিত্য নিয়ম অনুযায়ী হনুমান অষ্টক পাঠ করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায়। শনির অশুভ প্রভাব কাটানোর জন্য এই পাঠ ফলদায়ী।
রাম নাম জপ
বজরংবলীকে প্রসন্ন করার সবচেয়ে সহজ উপায় ভগবান রামের নাম জপ করা। বজরংবলী রামের পরম ভক্ত। যে ব্যক্তি রামনাম জপ করেন, তাঁর ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। শনির কু-দৃষ্টি থেকে বাঁচতে রোজ রামনাম জপ করুন। রামের সঙ্গে সীতানামেরও জপ করা উচিত।