জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছর খুবই আলাদা হতে চলেছে বেশ কয়েকটি রাশির। বহু রাশির জাতক জাতিকারা মঙ্গলের দ্বারা কৃপা প্রাপ্ত হবেন। মূলত, ২০২৫ সালে লেখা অঙ্কগুলি যদি যোগ করেন তাহলে তা ৯ হচ্ছে। আর মূলাঙ্ক ৯ এর স্বামী হলেন মঙ্গল। তাঁকে গ্রহদের সেনাপতি বলা হয়। ফলে মঙ্গলের প্রভাব ২০২৫ সালে সবচেয়ে বেশি পড়তে থাকবে। দেখা যাক, কোন কোন রাশি ২০২৫ সালে বছরভর মঙ্গলের কৃপা পাবেন।
মেষ
২০২৫ সাল আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। মেষ রাশির স্বামী স্বয়ং মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সমস্ত ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। আত্মবিশ্বাস আর সাহসের জেরে এই সময় অপার সাফল্য পাবেন। মঙ্গলের কৃপায় ২০২৫ আপনার জন্য সুখবর আনতে চলেছে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। সঞ্চয় বাড়াতে পারবেন।
কর্কট
নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে সামাজিক দিক থেকে আপনি বিস্তার করবেন। এরফলে দারুন লাভ পাবেন। কেরিয়ারের দিক থেকে হবে লাভবান। নতুন সুযোগ পাবেন। জীবনে আসবে জারুন আনন্দ। নিজের জীবনের দিকে নজর ঘোরানোর সুযোগ পাবেন।
সিংহ
মঙ্গলের কৃপা থেকে জীবনে আসবে খুশি আনন্দ। আপনার উন্নতির রাস্তা সুগম হবে। ব্যক্তিগত রূপে মঙ্গল আপনাকে দারুন সাহায্য করবে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা খুবই উন্নতি করবেন, রয়েছে উন্নতির যোগ। নিজের ওপর নিয়ন্ত্রণ এবার বাড়তে থাকবে।
কুম্ভ
শান্তির সঙ্গে আপনি আপনার জীবনযাপন করে যাবেন। পরিবারে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সব কাজে পরিবারে বড়দের সঙ্গত পাবেন। যার ফলে আপনি আপনার লক্ষ্য পূরণে সমর্থ হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
মীন
মীন রাশিতে মঙ্গলের প্রভাব ভালো হতে থাকবে। এই রাশির জাতক জাতিকাদের জন্যও নতুন বছর ভালো কাটবে। মীনের ওপর ইতিবাচক প্রভাব থাকবে মঙ্গলের। কেরিয়ারে ভালো উন্নতি রয়েছে, আর্থিক পরিস্থিতিও ভালো হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )