সুমন হিন্দুস্তান টাইমস বাংলার টুকিটাকি, ভাগ্যলিপি এবং বায়োস্কোপ বিভাগে কর্মরত। প্রতিবেদন লেখার পাশাপাশি অন্যের লেখা সম্পাদনা করার কাজও সুমনের দায়িত্বের মধ্যে পড়ে। সুমন কলকাতার বাসিন্দা। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকতা করার পর থেকেই সুমন সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ‘একদিন’ খবরের কাগজ দিয়ে কেরিয়ার শুরু করার পরে সুমন ‘এই সময়’ সংবাদপত্র এবং ‘আনন্দবাজার’-এর ডিজিটাল মাধ্যমে কর্মরত ছিলেন। ২০২১ সালে তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। সুমন ছবি তুলতে, বই পড়তে, গান শুনতে এবং বেড়াতে ভালোবাসেন।