বাংলা নিউজ > বাংলার মুখ > বাংলার দুর্ভাগ্য, CBI-এর কাজে 'বাধা' দেওয়ায় মমতাকে তাঁর দায়িত্ব মনে করালেন কৈলাস

বাংলার দুর্ভাগ্য, CBI-এর কাজে 'বাধা' দেওয়ায় মমতাকে তাঁর দায়িত্ব মনে করালেন কৈলাস

রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সিবিআই দফতরে মমতার বসে থাকা নিয়ে কটাক্ষ করে কৈলাস বিয়বর্গীয় টুইট করেন।

এদিন সকাল থেকেই উত্তাল বাংলার রজনৈতিক মহল। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই নিজাম প্যালেসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় ঘণ্টা সিবিআই দতরে থাকার পর তিনি শেষ পর্যন্ত বেরিয়ে যান। রাজনৈতিক ভাবে মমতার এই পদক্ষেপ দলকে উদ্বুদ্ধ করে থাকলেও রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে। এই আবহে মমতাকে কটাক্ষ করেছে বিজেপি নেতারা। টুইট করে মমতাকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দেন কৈলাস বিয়বর্গীয়।

এদিন সিবিআই দফতরে মমতার বসে থাকা নিয়ে কটাক্ষ করে কৈলাস টুইট করে লেখেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনিই সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে হুমকি দিয়ে যাচ্ছেন। সিবিআইয়ের কাজে বাধা দিচ্ছেন। বাংলার মানুষের এটি খুবই দুর্ভাগ্যজনক।'

উল্লেখ্য, এদিন ফিরহাদ-সুব্রতরা গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ছয় ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। মমতার অভিযোগ, সিবিআই বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করে নিয়ে এসেছে। তৃণমূলের আইনজীবী অনিন্দ্য রাউত জানান মমতা সিবিআই কর্তাদের বলেন, যেভাবে যথেচ্ছ ভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, সেভাবে আমাকেও গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড় কয়েকদিন আগেই এই চারজনের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেন সিবিআইকে। অভিযোগ, বিধায়কদের গ্রেফতার করার আগে বিধানসভার স্পিকারের অনুমোদন লাগে। কিন্তু এক্ষেত্রে বিধানসভার স্পিকার অর্থাৎ বিমান চট্টোপাধ্যায়কে কিছু জানানো হয়নি সিবিআইয়ের তরফে। তারা সরাসরি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য দরবার করে।

এদিকে এবিষয়ে রাজ্যপাল দাবি করেন, গ্রেফতার হওয়া চারজন শুধু বিধায়কই ছিলেন না, তাঁরা মন্ত্রীও ছিলেন। গত ২০১১ সালের বিধানসভার নির্বাচনের পর তাঁরা রাজ্যপালের কাছেই মন্ত্রী হিসাবে শপথ নেন। তাই এক্ষেত্রে অনুমোদন দেওয়ার ক্ষমতাও তাঁর আছে।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.