6th Pay Commission DA Arrear: আগামী শুক্রবারের (৪ নভেম্বর) মধ্যে কি বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার? নতুন করে তেমনই জল্পনা তৈরি হয়েছে। জেনে নিন পুরো বিষয়টা -
1/6রাজ্য সরকারের মাথায় ৪ নভেম্বরের 'ডেডলাইন'-র খাঁড়া ঝুলছে। সেই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান নিয়ে আগামী শুক্রবারের আগেই কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে নবান্ন। সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে একটি সংবাদসংস্থার প্রতিবেদনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/6সূত্র উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে (৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ প্রদান নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপর সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/6তাৎপর্যপূর্ণভাবে ৪ নভেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে অর্থসচিব এবং মুখ্যসচিবকে জানাতে হবে যে আদালতের নির্দেশের পরও ১৯ অগস্টের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় (গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে) তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6এমনিতে আপাতত ডিএ মামলায় রাজ্যের হাতে দুটি বিকল্প আছে। প্রথমত, হাইকোর্টের নির্দেশ মতো ডিএ মিটিয়ে দিতে পারে রাজ্য সরকার। ২২ সেপ্টেম্বর রাজ্যের দাখিল করা রিভিউ পিটিশন খারিজ করে হাইকোর্ট জানিয়েছিল, ২০ মে'র রায় বহাল থাকছে। অর্থাৎ তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। ডিএ মামলা রাজ্য যে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেইমতো প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে এসেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
6/6তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে নাকি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে নবান্নের তরফে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)