6th Pay Commission DA Hike: সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলা চলছে। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে কানাঘুষো শুরু হয়েছে। সেই বিষয়ে জেনে নিন পুরোটা -
1/6রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) কি সাত শতাংশ বাড়ানো হবে? সম্প্রতি তেমনই জল্পনা শুরু হয়েছে। ওই মহলের দাবি, এবার রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। যদি সেটাই হয়, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ দাঁড়াবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/6সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে যে সম্প্রতি নবান্নে অর্থ দফতরে গিয়েছিলেন তিনি। সেখানেই অর্থ দফতরের বিভিন্ন মহলে কানাঘুষো শুনেছেন যে সাত শতাংশ ডিএ দিতে গেলে কত টাকা খরচ হবে, উপরমহল থেকে সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন, কানাঘুষো শুনেছেন তিনি। আদৌও সাত শতাংশ ডিএ বাড়ানো হবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/6যদিও পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আদৌও নয়া বছরে ডিএ বাড়ানো হবে কিনা বা বাড়ানো হলেও কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে, সে বিষয়েও কোনও মন্তব্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6এমনিতে চলতি বছরের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে বকেয়া ডিএ মেটানোর পথে হাঁটেনি রাজ্য সরকার। বরং সময়সীমা শেষ হওয়ার দিনকয়েক আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল। তা কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। সেইসঙ্গে বহাল রাখা হয় ২০ মে'র রায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/6তারইমধ্যে ২০ মে'র রায় মেনে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন - কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। যে মামলার একাধিক শুনানি হয়েছে। আগামিকাল শুনানি হওয়ার কথা ছিল। আপাতত ১৪ ডিসেম্বর পর্যন্ত সেই মামলার শুনানি হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6তারইমধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে দু'বার সেই মামলাটি শীর্ষ আদালতে উঠেছে। সোমবারও সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়েছে। আবার আগামী ১৪ ডিসেম্বর মামলার শুনানি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)